উল্লেখ্য, গত রবিবার জেএনইউ-র ক্যাম্পাসে ঢুকে মুখোশপরা একদল গুণ্ডা পড়ুযা ও শিক্ষকদের ওপর হামলা চালায়। জখম হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ সহ ৩৪ জন জখম হন। ঐশীর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই নৃশংস হামলার নিন্দায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে।
জেএনইউ-তে হামলা নিয়ে গতকাল সোমবার দিলীপ ঘোষ বলেছিলেন, 'ওখানে কোন ছাত্র কার সঙ্গে মারামারি করেছে, ..বলতে পারব না। সেটি ছাত্রদের, বিশ্ববিদ্যালয়ের ও প্রশাসনের ব্যাপার। বিশ্ববিদ্যালয়ে কোনও গণ্ডগোল না হওয়াই উচিত'। জেএনইউ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেছিলেন। বিজেপি সাংসদ আরও বলেছিলেন, 'যারা যারা দেশবিরোধী, সংস্কৃতি বিরোধী তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় কাঁদে। কমিউনিস্টদের মারা শুরু হয়েছে। এটা তাদের বোধহয় পাওনাই রয়েছে। কারণ, তারা যা ব্যবহার করেছে, এটা অস্বাভাবিক কিছু নয়। শিক্ষাঙ্গন মারামারির জায়গা নয়। মারামারি কে আমদানি করেছে? এই কমিউনিস্টরা করেছে, এসএফআই করেছে। ত্রিপুরা, বাংলা ও কেরলে ছাড়া কলেজে মারামারি শুনি না আমরা। সব এসএফআই করেছে, কংগ্রেস করেছে, এখন হিসেব বরাবর হচ্ছে'।
জেএনইউকাণ্ডের প্রতিবাদে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কলোনিতে সিপিএমের মিছিল। মিছিলে হাঁটলেন ঐশী ঘোষের মা শর্মিষ্ঠা ঘোষ। তিনি দিলীপ ঘোষের এ ধরনের মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ওদের কাছ থেকে এটাই প্রত্যাশিত ।নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন বলেছেন, ভয় পাচ্ছে বলেই উন্মাদের মতো কথা। মানবিক হওয়ার পরামর্শ তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়ের