সোশ্যাল সাইটে উস্কানিমূলক পোস্ট, থানায় হাজিরা বিজেপি নেত্রী নুপূর শর্মার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Sep 2017 04:29 PM (IST)
কলকাতা: সোশাল সাইটে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ। শেক্সপিয়র সরণি থানায় হাজিরা বিজেপি নেত্রী নুপূর শর্মার। বসিরহাটের অশান্তি প্রসঙ্গে তাঁর একটি ট্যুইট ঘিরেই বিতর্ক তৈরি হয়েছিল। দিল্লির সেই বিজেপি নেত্রী নূপুর শর্মাকে বুধবার জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ। আজ দুপুর দুটো নাগাদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে শেক্সপিয়র সরণি থানায় আসেন নূপুর। প্রায় এক ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। বিজেপি নেত্রীর টুইট করা ছবিতে দেখা গিয়েছিল উত্তেজিত জনতা একটি গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে! তারপর ছবির সঙ্গে নুহূর লেখেন এবার মুখ খুলুন, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে! বিকেল ৫টায় যন্তরমন্তরে আসুন।.... এরসঙ্গে বিজেপি নেত্রী হ্যাশট্যাগ দেন, সেভ বেঙ্গল, সেভ হিন্দুজ! কিন্তু, কিছুক্ষণের মধ্যেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। অনেকেই দাবি করেন, বিজেপি নেত্রী যে ছবি পোস্ট করেছেন, সেটি মোটেও উত্তর ২৪ পরগনার বসিরহাটের নয় বরং এটা ২০০২ সালের গুজরাত হিংসার ছবি! কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা রম্যা তো সেইসময় সংবাদপত্রে ছাপা আসল ছবিটিও ট্যুইট করে দেন। সেটি আবার রিট্যুইট করেন ডেরেক ও’ব্রায়েন। তৃণমূলের জাতীয় মুখপাত্র ট্যুইট করে বলেন, একজন আইনভঙ্গকারীর দেওয়া নকল খবর ও নকল ছবি। অনেক হয়েছে। অভিযোগ ওঠে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও উস্কানি দেওয়ার চেষ্টা করছেন দিল্লির এই বিজেপি নেত্রী। গড়িয়াহাট, রিজেন্ট পার্ক ও শেক্সপিয়র সরণি থানায় নুপূর শর্মার বিরুদ্ধে এফআইআর হয়। মামলা রুজু হয় তথ্যপ্রযুক্তি আইনে। এরপর হাইকোর্ট থেকে জামিন পান নুপূর। জামিনের শর্ত ছিল, তদন্তকারী অফিসারের কাছে তাঁকে হাজিরা দিতে হবে। সেইমতো এদিন কলকাতায় আসেন বিজেপি নেত্রী। দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এই নুপূরকেই প্রার্থী করেছিল বিজেপি।