কলকাতা: কুমারগঞ্জে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনাকে হাতিয়ার করে পথে নামল বিজেপি। আজ সকালে নন্দন থেকে হাজরা পর্যন্ত মিছিলের পরিকল্পনা ছিল বিজেপির। মিছিলের অনুমতি নিয়ে হাইকোর্টে হয় মামলা। আদালতে রাজ্য জানায়, এদিন একই রুটে অপর একটি মিছিল আছে। তাই অনুমতি দেওয়া সম্ভব নয়। রুট বদলের প্রস্তাব দেয় রাজ্য। তাতে সায় দেয় বিজেপি। বেলা তিনটে থেকে নন্দন হয়ে বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত মিছিলের অনুমতি দেয় আদালত। বিজেপির মিছিলের নেতৃত্বে রয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় সহ অগ্নিমিত্রা পাল।
"রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। অথচ তারপরও একাধিক ধর্ষণের ঘটনা ঘটছে।নারীদের নিরাপত্তা দিতে পারছে না সরকার।ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হচ্ছে। অথচ আমরা নারীর নিরাপত্তার দাবিতে মিছিল করলে, অনুমতি দেওয়া হচ্ছে না", মিছিল থেকে সরকারকে তোপ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাপস রায়ের পাল্টা অভিযোগ, কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যেই নারীর সুরক্ষা তলানিতে। আরও একধাপ এগিয়ে তিনি বলেন, বিজেপি বিধায়ক, সাংসদরাই নারী নির্যাতনে দোষী এবং সাজাও হয়েছে।