কলকাতা: একুশের মঞ্চ থেকেই উনিশের টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মোদী সরকারের উদ্দেশে। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। নিজের রাজ্যে বিজেপি-র ইনিংস শূন্য রানে শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলনেত্রী। বিজেপি-র গলায় পাল্টা কটাক্ষের সুর।


নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যখন কংগ্রেস মুক্ত দেশ গড়ার ডাক দিচ্ছেন, তখন মমতার গলায় পাল্টা হুঙ্কার। ৯ অগাস্ট থেকে ব্লকে ব্লকে বিজেপি ভারত ছাড়ো কর্মসূচির কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। একই দিন থেকে পাল্টা কর্মসূচি নিচ্ছে বিজেপিও।

একুশের সমাবেশ থেকে মোদি বিরোধী জোটের সলতে পাকানোর কাজও শুরু করে দিয়েছেন তৃণমূলনেত্রী। বিরোধী দলের নাম করে দিয়েছেন একেবারে স্পষ্ট বার্তা। তবে, মোদী-বিরোধী জোট যে ভোট পরবর্তী সময়ে গড়ে উঠতে পারে, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী। বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে ১৮টা দল হাত মিলিয়েছিল। মীরা কুমার ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। ভাল ভোট। ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে আরও দু’টো দল সাপোর্ট করবে। এরপর লোকসভা ভোট। তৃণমূল আলাদা লড়বে। সিপিএম আলাদা লড়বে। ডিএমকে আলাদা লড়বে। মোদীবাবু ৩০ শতাংশ ভোটও পাবেন না।

একের পর এক রাজ্যে জিতে মোদী-অমিত শাহের আত্মবিশ্বাস যখন তুঙ্গে, তখন পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। যদিও, এসবে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। উনিশ এখনও দূর। তবে লড়াইয়ের আঁচ এখন থেকেই স্পষ্ট।