কলকাতা: আজ বিজেপির লালবাজার অভিযান। বেলা ১২টা নাগাদ হাওড়া স্টেশন, কলেজ স্কোয়ার এবং ধর্মতলার ওয়াই চ্যানেল, এই তিনটি জায়গায় জমায়েত করবেন বিজেপি কর্মী, সমর্থকরা। দুপুর ১টা নাগাদ এই তিনটি জায়গা থেকে একসঙ্গে লালবাজারের উদ্দেশে শুরু হবে মিছিল। হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ, ব্রেবোর্ন রোড হয়ে মিছিল এগোবে লালবাজারের উদ্দেশে।
টি বোর্ডের কাছে ব্যারিকেড গড়ে এই মিছিল আটকাবে পুলিশ। কলেজ স্কোয়ার থেকে বিজেপির আরেকটি মিছিল যাবে বউবাজার, বি বি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লালবাজারের উদ্দেশে। এই মিছিলটি আটকানো হবে ফিয়ার্স লেনের কাছে। ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে লালবাজারের উদ্দেশে বিজেপির আরেকটি মিছিলের এগোনোর কথা ভিক্টোরিয়া হাউস, বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এই মিছিল আটকানো হবে বেন্টিঙ্ক স্ট্রিটের কাছে।
বিজেপির লালবাজার অভিযানের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের আশঙ্কা। কোন কোন রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে একনজরে দেখে নেওয়া যাক।
হাওড়া স্টেশন থেকে যে মিছিলটি আসবে, তার জন্য এমজি রোড, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোডে যানজটের আশঙ্কা। তাই হাওড়া থেকে কলকাতামুখী গাড়িগুলি আসবে ফোরশোর রোড হয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। তবে কলকাতামুখী ছোট গাড়িগুলি হাওড়া থেকে স্ট্র্যান্ড রোড ধরে আসবে। কলেজ স্কোয়ার থেকে বিজেপির যে মিছিলটি আসবে, তার জন্য ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যানজটের আশঙ্কা। তাই দক্ষিণমুখী গাড়িগুলিকে শ্যামবাজার মোড় ও ভূপেন বোস অ্যাভিনিউ থেকে এপিসি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে লালবাজারের উদ্দেশে যে মিছিলটি আসবে, তার জন্য বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে আসা গাড়িগুলিকে এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি ও জওহরলাল নেহরু রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
আজ লালবাজার অভিযানে বিজেপি, শহরে হতে পারে যানজট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2017 08:02 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -