কলকাতা: ব্লু হোয়েল চ্যালেঞ্জ, এই একটি নামই এখন অভিভাবকদের ঘুম কেড়ে নিয়েছে!
এখন স্মার্টফোন হাতে গেম খেলতে খেলতেই দিন কাবার নতুন প্রজন্মের। আর ব্লু হোয়েল চ্যালেঞ্জ তো যে সে গেম নয়, এক্কেবারে মারণ খেলা। এই পরিস্থিতিতে ব্লু হোয়েল রুখতে তত্পর রাজ্য সরকার। বন্ধ করা হচ্ছে স্কুলে পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহার।
শিক্ষা দফতর সূত্রে খবর, ইন্টারনেটের অপব্যবহার রুখতে স্কুলে স্কুলে সচেতনতা কর্মশালা হবে। ২৫টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে। সতর্কভাবে পড়ুয়াদের ইন্টারনেট ব্যবহার শেখানো হবে। পুজোর আগেই এই কর্মশালা শেষের নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তর ২৪ পরগনার বারাসত থেকে অসমের গুয়াহাটি....দিকে দিকে নীল তিমির আতঙ্ক! বারাসতে স্কুলের তত্পরতায় অল্পের জন রক্ষা পেয়েছে নবম শ্রেণির ২ ছাত্রী। আর গুয়াহাটিতেও নীল তিমির ফাঁদে দশম শ্রেণির ছাত্র। পুলিশ সূত্রে দাবি,
হাত কেটে তিমির ছবি এঁকেছিল ওই ছাত্র। আচরণের অস্বাভাবিকতা লক্ষ করা গিয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ থেকে কেরল, তামিলনাড়ু...অসম থেকে পশ্চিমবঙ্গ।
ক্রমশ ছড়াচ্ছে নীল তিমির জাল। এরই মধ্যে ব্লু হোয়েল চ্যালেঞ্জ নামে অসংখ্য গ্রুপ চালানোর অভিযোগে ১৭ বছরের এক নাবালিকাকে গ্রেফতার করেছে রুশ পুলিশ।
ব্লু হোয়েল আতঙ্ক: বাংলায় স্কুল পড়ুয়ারা মোবাইল ব্যবহার করতে পারবে না, শিক্ষামন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2017 06:59 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -