কলকাতা: স্পোর্টস লাইন, লাক্সারি লাইন ও এম স্পোর্ট। এই তিন ধরনের গাড়ি নিয়ে আসছে বিএমডব্লিউ (জি ২০)। নতুন এই সিরিজ আগের থেকে যেমন বড়, তেমনই হালকা। দাম ঘোরাঘুরি করবে ৪১.৪ লাখ থেকে ৪৭.৯ লাখ টাকার মধ্যে।
Variant
Prices
320d Sport Line
Rs 41.4 lakh
320d Luxury Line
Rs 46.9 lakh
330i M Sport
Rs 47.9 lakh
পেট্রোল, ডিজেল দু’ধরনেরই জ্বালানিতে চলবে এই ৩ সিরিজ। ৩২০ডি স্পোর্টস লাইন আগের মত ২ লিটার ডিজেল ইঞ্জিনে পাওয়া যাবে। ৩৩০আই এম স্পোর্টের জন্য রয়েছে নতুন ২ লিটার ৪ সিলিন্ডারের টার্বোচার্জড ইঞ্জিন। ডিজাইনের ক্ষেত্রেও নতুন সিরিজে বেশ কিছু পরিবর্তন করেছে বিএমডব্লিউ। নতুন মডেল আগের থেকে অনেক বেশি চোখ টানে। বিএমডব্লিউর ট্রেডমার্ক কিডনি গ্রিলে যেমন আছে, তেমনই রয়েছে দুটি ব্যারেল হেডল্যাম্পের নয়া সেট। বাম্পারে আছে ফগ ল্যাম্প ও এয়ার ভেন্ট। গাড়ির পিছনে বাম্পার ডিজাইনে পরিবর্তন এসেছে, টেল ল্যাম্পে রয়েছে এল আকৃতি হাইলাইট। ৬টি এয়ারব্যাগ, এলইডি হেডল্যাম্প, থ্রি-জোন ক্লাইমেট কন্ট্রোল. পাওয়ার্ড ফ্রন্ট সিট, সানরুফ সহ আরও নানা সুবিধে থাকছে এই সেডানে। নয়া এই গাড়ির সঙ্গে তুলনা করা যেতে পারে মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস, অডি এ৪ ও জাগুয়ার এক্সই-র।