বরানগরে অজ্ঞাতপরিচয় তরুণীর দেহ উদ্ধার
Web Desk, ABP Ananda | 28 Aug 2017 11:25 AM (IST)
কলকাতা: বরানগরে অজ্ঞাতপরিচয় তরুণীর দেহ উদ্ধার। আজ ভোরে পালবাড়ি লাগোয়া রাস্তা থেকে দেহটি উদ্ধার হয়। প্রাতর্ভ্রমণকারীরা অজ্ঞাতপরিচয় ওই তরুণীর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। বরাগনর থানার পুলিশ গিয়ে দেহ ময়নাতদন্তে পাঠায়। ঘটনাস্থল থেকে তরুণীর কোনও ব্যাগ বা মোবাইল ফোন পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। খুনের ঘটনা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতার জামাকাপড় অবিন্যস্ত অবস্থায় ছিল। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। মৃত তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে অনুমান, অন্য কোথাও খুন করে ওখানে দেহ ফেলে দেওয়া হয়েছে।