ক্যানিং লাইনে রেললাইন সংলগ্ন এলাকা থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Feb 2018 10:49 AM (IST)
ক্যানিং: শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে রেললাইন সংলগ্ন এলাকা থেকে বোমা উদ্ধার। আজ সকালে ঘুটিয়ারি শরিফ ও বেতবেড়িয়া স্টেশনের মাঝে হাড়দহ রেলগেট এলাকায় ডাউন লাইনের ২০০ মিটার দূরত্বে বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা লেগেই থাকে।তারাই রেললাইনের ধারে বোমা ফেলে যায় বলে অনুমান।