কলকাতা: কলকাতার ১০৭ নম্বর ওয়ার্ডে কসবার নস্করহাট-রায়পাড়ায় বোমাবাজি। উদ্ধার তাজা বোমা। ঘটনার নেপথ্যে উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।
স্থানীয় বাসিন্দা দেবতনু রায়ের দাবি, আজ ভোরে তাঁদের বাড়ি লক্ষ্য করে দু’টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। প্রতিবেশীরা ছুটে গেলে বোমা ফেলে তারা চম্পট দেয়। ওই পরিবারের অভিযোগ, তাঁরা জাভেদ খানের অনুগামী। সেই আক্রোশেই হামলা চালায় স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা। যদিও, এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি বোমা।
কসবায় বোমাবাজি, উদ্ধার তাজা বোমা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2017 11:53 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -