বাসের ব্রেক ফেল, দমদম পার্কে চালকের উপস্থিত বুদ্ধিতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Apr 2018 08:03 PM (IST)
কলকাতা: বাস চালকের উপস্থিত বুদ্ধিতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা।বাঙুরের কাছে যাত্রী ভর্তি বাসের ব্রেক ফেল হয়ে যায়। বুঝতে পেরেই যাত্রীদের বাসের পিছন দিকে চলে যেতে বলেন চালক। দমদম পার্কের স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটো, বাসে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় বাস, কয়েকজন যাত্রী আহত হয়েছেন।