কলকাতা: কলকাতা সার্কেলের জন্য আনলিমিটেড প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এই প্ল্যানের শুরু ৯৯ টাকা থেকে। টেলি পরিষেবা ক্ষেত্রে ক্রমবর্দ্ধমান ট্যারিফ-যুদ্ধের পরিপ্রেক্ষিতেই এই প্ল্যানের ঘোষণা করল বিএসএনএল।
শহরে সংস্থার ৪ জি পরিষেবা চালুর আগে ২,১০০ MHz স্পেকট্রাম ব্যান্ড নিয়ে উদ্দীপ্ত বিএসএনএল। যা আগামী মার্চের শুরুতেই চালু হয়ে যাবে বলে আশা। ক্যালকাটা টেলিফোনসের সিজিএম এসপি ত্রিপাঠী এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, কয়েকদিনের মধ্যেই ২,১০০ MHz স্পেকট্রাম ব্যান্ড চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সরঞ্জাম ইতিমধ্যেই প্রস্তুত। একইসঙ্গে ৬৫০ টি টাওয়ারের মাধ্যমে শহরে পর্যায়ক্রমে ৪ জি পরিষেবা চালু হওয়ার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন ত্রিপাঠী।
সিজিএম জানিয়েছেন, তাঁদের আনলিমিটেড প্ল্যানের শুরু ৯৯ টাকা থেকে। ৯৯ টাকায় ২৬ দিন, ৩১৯ টাকায় ৯০ দিনের জন্য (দিল্লি ও মুম্বই ছাড়া) আনলিমিডেট ভয়েস কল ও রোমিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা।
৯৯৯ টাকার প্ল্যানে বিএসএনএল গ্রাহকরা আনলিমিটেড কল ও প্রতিদিন ১ জিবি করে হাইস্পিড ডেটা ১৮১ দিনের জন্য পাবেন।
ত্রিপাঠী বলেছেন, ট্যারিফ-যুদ্ধ থিতু হওয়ার সঙ্গে সঙ্গে আগামী অর্থবর্ষে বিএসএনএল অনেকটাই ভালো করবে। চলতি অর্থবর্ষে কোম্পানির রাজস্ব ৫১০ -৫৫০ কোটি টাকা হওয়ার ব্যাপারে আশাবাদী বিএসএনএল।