২৪৯ টাকায় আনলিমিটেড ব্রডব্যান্ড প্যাকেজ বিএসএনএল-এর
ABP Ananda, web desk | 15 Sep 2016 04:08 PM (IST)
কলকাতা: এবার ট্যারিফ যুদ্ধে নেমে পড়ল বিএসএনএল-ও। কম দামে গ্রাহকদের কাছে পরিষেবা পৌঁছে দিতে বেসরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমানতালে পাল্লা দিতেই এই উদ্যোগ। এজন্য বিএসএনএল তিন ধরনের পরিকল্পনা বাজারে এনেছে। মাসিক ১১৯৯ টাকায় বিএসএনএলের গ্রাহকরা পাবেন যত ইচ্ছে ফোন কল ও ডেটা ব্যবহারের সুবিধা। ২৪৯ টাকায় মিলবে মাসে ইচ্ছেমতো ব্রডব্যান্ড ব্যবহার ও রবিবার দিনভর এবং বাকি দিনে নাইট কলিংয়ের সুবিধা। মাসিক ৪৯ টাকায় দেওয়া হচ্ছে বিএসএনএল ল্যান্ড ফোনের নতুন সংযোগ। বিএসএনএল-এর যেসমস্ত গ্রাহকরা সংযোগ ছেড়ে দিয়েছেন, তাঁদের ফেরাতেই এই পরিকল্পনা।