কলকাতা: সঙ্কটমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য। আগামী সোম বা মঙ্গলবার ছাড়া হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, জানাল উডল্যান্ডস। হাসপাতাল সূত্রে খবর, তিনি কথা বলছেন। ক্যাথিটার খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর রাইলস টিউব খোলার প্রক্রিয়া শুরু হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক। রবিবার অ্যান্টিবায়োটিক শেষ হবে।
বিকেলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে ৯.৬।এদিন বিকেলে হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ‘ বুদ্ধবাবুর অ্যান্টিবায়োটিক চলছে, কাল ক্যাথিটার খোলা হবে। রাইলস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে তাঁকে।
এখনও বাড়ি ফেরার কথা বলেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। শারীরিক অবস্থা খতিয়ে দেখে তবেই ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে। ছুটি দিতে আরও ২-১ দিন লাগবে মনে হচ্ছে। আজ থেকে তাঁর চেস্ট ফিজিওথেরাপি শুরু হয়েছে। আজ বিছানায় পা ঝুলিয়ে বসেছিলেন তিনি। আজ নিজে চা খেতে চেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সংক্রমণ যাতে না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে’।
উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মেকানিক্যাল ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনা হয়েছে তাঁকে। ডাকলে সাড়া দিচ্ছেন। এদিন সকালে তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বাই প্যাপ নন ইনভেসিভ ভেন্টিলেশনে। বন্ধ করা হয়েছে ঘুমের ওষুধ। পালস রেট ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবারের তুলনায় অবস্থার আরও উন্নতি হওয়ায় এদিন সকালে মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়। হাসপাতাল সূত্রে খবর, আচ্ছন্ন ভাব থাকলেও, ডাকলে চোখ মেলার চেষ্টা করছেন বুদ্ধদেব ভট্টচার্য। কথা বললে সাড়া দিচ্ছেন। খাবার দেওয়া হচ্ছে রাইলস টিউবের মাধ্যমে। এরপর রাইলস টিউব খোলার প্রক্রিয়া শুরু হবে।
বুধবার অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর পরিবার সূত্রে খবর, বুধবার সকাল থেকেই শরীরটা খারাপ ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। বেলা বাড়তেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বাড়তে থাকে শ্বাসকষ্টের সমস্যা। শরীরে অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ কমতে কমতে ৭০ শতাংশে পৌঁছে যায়। বাড়িতেই প্রায় অচৈতন্য হয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর চিকিত্সকের পরামর্শেই বিকেলের দিকে তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছনের পর কোভিড টেস্ট করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। সেই রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আইসিইউ-তে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
সঙ্কটমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য, হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে, আজ চা খেতে চেয়েছিলেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2020 01:11 PM (IST)
উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মেকানিক্যাল ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনা হয়েছে তাঁকে। ডাকলে সাড়া দিচ্ছেন।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -