কলকাতা: বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি। রক্তচাপ, পালস রেট, অক্সিজেনের মাত্রা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবকিছু স্বাভাবিক আছে।


তবে তিনি এখনও বাই প্যাপ সাপোর্টে রয়েছেন। রাতে ভাল ঘুমিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার আগে স্যুপ খেয়েছেন। রাইলস টিউব এখনও খোলা হয়নি।


আজ ক্যাথিটার ও রাইলস টিউব খোলার সম্ভাবনা। গতকাল চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবারের সদস্যদের সঙ্গেও ফোনে কথা হয়েছে।


গতকাল উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছিল, শারীরিক সঙ্কট কেটে গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। হাসপাতাল সূত্রে খবর, শনিবার দুপুরে হাসপাতালের বিছানায় সোজা হয়ে পা ঝুলিয়ে বসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। খেতে চান লিকার চা। চা দেওয়া হলে পুরোটাই খান।


বুদ্ধদেব ভট্টাচার্যর শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক। সবার সঙ্গে কথা বলছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে তার আগেই তিনি বাড়ি যেতে চাইলে ব্যবস্থা করার জন্য তৈরি হাসপাতাল।


শুক্রবারই মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে বের করে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। খাওয়ানো হচ্ছে রাইলস টিউবের মাধ্যমে। অবস্থার দ্রুত উন্নতি হওয়ায় শনিবার তাঁর ক্যাথিটার খুলে দেয়ার ভাবনাচিন্তা শুরু করেছেন চিকিৎসকরা।


হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন স্বাভাবিক রয়েছে। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মাত্রাও স্বাভাবিক। অক্সিজেনের মাত্রা ৯৪%। শুরু হয়েছে ফিজিওথেরাপি।


তার আগে, শুক্রবার বন্ধ করা হয়েছিল ঘুমের ওষুধ।