১৯ এপ্রিল ৩ কেন্দ্রের বাম প্রার্থীদের সমর্থনে রোড শো বুদ্ধদেবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2016 06:07 AM (IST)
কলকাতা: ১৯ এপ্রিল ভোটপ্রচারে নামছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, টালিগঞ্জের সিপিএম প্রার্থী মধুজা সেন রায় ও কসবা কেন্দ্রের সিপিএম প্রার্থী শতরূপ ঘোষের সমর্থনে ঢাকুরিয়া থেকে গড়িয়া পর্যন্ত করবেন রোড শো। আগামি মঙ্গলবার বিকেল ৫টা থেকে এই রোড শোয়ে সামিল হবেন বাম ও কংগ্রেসকর্মীরা। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে দুটি দফা কেটে গেলেও প্রচারে দেখা যায়নি বুদ্ধদেবকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্যত নিজেকে আলিমুদ্দিনে ভোটের কৌশল রচনার কাজেই ব্যস্ত রেখেছেন। বিভিন্ন জায়গা থেকে দলের নেতা-কর্মীদের আর্জিতেও প্রচারে যাননি তিনি। উল্লেখ্য, শেষবার বুদ্ধদেবকে সিঙ্গুরে দলের জনসভায় দেখা গিয়েছিল। তখনও কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এখনও তিনিই রাজ্য সিপিএমের সবচেয়ে জনপ্রিয় নেতা। গত দুর্গা পুজোয় তাঁর লেখা বই দলের স্টল থেকে অল্প সময়েই নি:শেষ হয়ে গিয়েছিল।