পার্ক স্ট্রিটে মধ্যরাতে ভেঙে পড়ল বাড়ি, আহত ৪, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2017 08:38 AM (IST)
কলকাতা: পার্ক স্ট্রিট থানা এলাকার রিপন লেনে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। আহত ৪। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাত ১টা নাগাদ কলকাতা পুরসভার ৬১ নম্বর ওয়ার্ডে ২৫ নম্বর রিপন লেনের দোতলা বাড়িটির ছাদের একাংশ ভেঙে পড়ে। সেইসময় দোতলার ঘরে ঘুমিয়েছিলেন একটি পরিবারের ৫ সদস্য। আহত হন ৪ জন। এদের মধ্যে বছর ৬৫-র নাজমা খাতুন ও তাঁর পুত্রবধূ বছর ২৪-এর শবনম বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপজ্জনক বোর্ড টাঙানো বাড়িটিতে ৯টি পরিবার থাকে। তাঁদের অভিযোগ, মাস ছয়েক আগে একইরকমভাবে ভেঙে পড়ে বাড়ির আর একাংশ। বাড়ির মালিককে মেরামতির কথা বললেও, তিনি ব্যবস্থা নেননি।