কলকাতা: এ জে সি বোস রোডের কাছে দুটি বাসের রেষারেষির জেরে হাত খোয়ালেন এক মহিলা। গতকাল মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় হাত কাটা গিয়েছে ওই মহিলার।

আহতের নাম শাবানা আখতার। ২৩০ নম্বর রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল বলে তাঁর অভিযোগ। একটি বাসে ছিলেন শাবানা। নামার সময় তাঁকে ধাক্কা মারে অন্য বাসটি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

অপারেশনের পর মহিলার হাত বাদ গিয়েছে।