কলকাতা: ফের শহরে মর্মান্তিক বাস দুর্ঘটনা। দুই বাসের রেষারেষির জেরে প্রাণ গেল এক ব্যক্তির। এবার ঘটনাস্থল মহাত্মা গাঁধী রোড।
দুপুর ১২টা নাগাদ, বড়বাজার থেকে কাজ সেরে ফিরছিলেন, সিঁথির বাসিন্দা দিলীপ চণ্ডালিয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ের কাছে এমজি রোডে রাস্তা পেরোচ্ছিলেন তিনি। সেসময় দু’টি বাসের সঙ্গে রেষারেষি চলছিল। হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ওই ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায়।  আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। ফেরার বাস চালক ও কন্ডাক্টর। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।