অফিস টাইমে চিংড়িহাটা ও অম্বেডকর উড়ালপুলে বিকল বাস, জোড়া বিপত্তিতে তীব্র যানজট বাইপাসে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Mar 2017 12:11 PM (IST)
কলকাতা: অফিস টাইমে চিংড়িহাটা ও অম্বেডকর উড়ালপুলে বাস বিকল হওয়ায় বিপত্তি। তীব্র যানজট। ভোগান্তির শিকার যাত্রীরা। সকাল পৌনে ১০টা নাগাদ জোকা থেকে নিউটাউনগামী একটি যাত্রীবোঝাই সরকারি বাস চিংড়িহাটা উড়ালপুলের উপরে বিকল হয়ে যায়। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে যায় বিধাননগর কমিশনারেট ও বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ। ঘণ্টাখানেক পরে বাসটিকে সরানো সম্ভব হয়। এদিকে ফের সকাল সোয়া ১০টা নাগাদ ইএম বাইপাসে পঞ্চান্নগ্রামের কাছে অম্বেডকর উড়ালপুলে বিকল হয়ে যায় সন্তোষপুর থেকে নিউটাউনগামী একটি বেসরকারি বাস। এর জেরে ইএম বাইপাসে দেখা দেয় তীব্র যানজট।