কলকাতা: মল্লিকবাজারে ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার এক। ধৃত শামিম আখতার নিহত নূর মহম্মদের ব্যবসায় অংশীদার। শনিবার তাঁকে আটক করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় রাতে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের ব্যবসার অপর অংশীদার সফিকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।


প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন। ঘটনার মূল ষড়যন্ত্রী প্রধান অভিযুক্ত শামিম আখতার। সূত্রের খবর, ব্যবসায়িক নানা কারণে মাঝেমধ্যেই নূরের সঙ্গে শামিমের ঝামেলা হত। তারপর সম্প্রতি স্থানীয় একজনকে দেড় লক্ষ টাকা ধার দেয় শামিম। অভিযোগ, টাকা ফেরতের সময় সেই ব্যক্তির কাছ থেকে ৩ লক্ষ টাকা দাবি করে সে। তদন্তকারীরা জানতে পেরেছেন, মীমাংসা করতে গিয়ে সকলের সামনে শামিমকেই চড় মারেন নূর মহম্মদ। সেই রোষেই কি এই খুন? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে আরও খবর, এলাকার দখল নিয়ে কয়েক বছর আগে অন্য এক ব্যক্তির সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েছিলেন নূর মহম্মদ। সেই ব্যক্তির কি হাত রয়েছে এই খুনের ঘটনায়? শামিম আখতার কি তার সঙ্গে যোগসাজশ করে বিজনেস পার্টনারকে খুনের ছক কষেছিল? তদন্তে পুলিশ।

শুক্রবার রাতে মল্লিকবাজার মোড়ে নির্মাণ ব্যবসায়ী নূর মহম্মদকে বাড়ি থেকে ডেকে এনে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করে পুলিশ।