কলকাতা: ফের প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে রাতের শহরে গুলি। গুলিবিদ্ধ ইমারতি ব্যবসায়ী। আটক ২। ঘটনায় নাম জড়াল হরিদেবপুর গুলিকাণ্ডে অভিযুক্ত নান্টি ঘোষের। গতকাল রাতে বাঁশদ্রোনীর জয়শ্রীতে পরিচিত প্রোমোটর বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে একটি অনুষ্ঠানে যান ইমারতি ব্যবসায়ী রাজীব নন্দী। সেখানে জনি গঙ্গোপাধ্যায়, সুব্রত রায় ওরফে ভাই ও শুকলাল নস্করের সঙ্গে তাঁর বচসা হয়।অভিযোগ, তার জেরে ওই তিনজন রাজীবকে প্রথমে মারধর করে ও পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। বছর ৩৮-এর রাজীবের পেটে তিনটি গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, মাসখানেক আগে ইমারতি জিনিস সরবরাহ নিয়ে রাজীবের সঙ্গে তিনজনের বচসা হয়। তার জেরেই হামলা বলে অভিযোগ।ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।