কলকাতা: আগামীকাল ছিল বিয়ের কথা। তার আগে গিয়েছিলেন জ্যোতিষীর কাছে পাথর ধারণ করতে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা সৌরভ বাকুলি। গঙ্গা থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ।

মৃত সৌরভের বাড়ি ছিল বিমানবন্দর থানার সলুয়া এলাকায়, মিষ্টির ব্যবসা ছিল তাঁর। আগামীকাল বছর সাতাশের এই যুবকের বিয়ের কথা ছিল। তাঁর পরিবার জানিয়েছে, সোমবার দুপুরে পাথর দেওয়ার নাম করে সৌরভকে চিনার পার্কে আসতে বলেন জয়ন্ত চক্রবর্তী নামে এক জ্যোতিষী। বাড়ি থেকে বার হওয়ার পর থেকেই সৌরভের আর খোঁজ মেলেনি।

পরিবারের দাবি, সৌরভ বেরিয়ে যাওয়ার ঘণ্টাদুয়েক পর বাড়িতে এসে তাঁর খোঁজ করেন ওই জ্যোতিষী। সন্দেহ হওয়ায় বিমানবন্দর থানায় নিখোঁজ ডায়েরি হয়। এরপর গতকাল নর্থ পোর্ট থানা এলাকায় মায়ের ঘাটের কাছে গঙ্গা থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

পরিবারের অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকদফা জিজ্ঞাসাবাদের পর জ্যোতিষীকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।