কলকাতা: বেসরকারি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লেনদেন সংক্রান্ত সাইটের পাসওয়ার্ড বদলে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেফতার পাট ও কাপড় রপ্তানি সংস্থার দুই আধিকারিক। ধৃতদের নাম অমিত লোহিয়া এবং শৈলেন্দ্র কুমার চৌবে।
অভিযুক্ত অমিত লোহিয়া ওই সংস্থার ফিনান্স ম্যানেজার এবং শৈলেন্দ্র কুমার চৌবে অ্যাকাউটেন্ট পদে ছিলেন। এই দু’জনই সংস্থার লেনদেন সংক্রান্ত বিষয় দেখতেন। কয়েকদিন আগে সংস্থার তরফে বিধাননগর সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়।
এর পরই সেক্টর ফাইভ থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
বেসরকারি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেন সংক্রান্ত সাইটের পাসওয়ার্ড বদলে দেড় কোটির প্রতারণা, গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2018 11:02 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -