ভর্তিতে অনিয়মের অভিযোগ, বাতিল কেপিসি মেডিক্যালের প্যানেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Sep 2016 02:39 PM (IST)
কলকাতা: অনিয়মের অভিযোগে যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজের ছাত্র-ভর্তির প্যানেল বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ছাত্র-ভর্তির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে, বিশাল অঙ্কের টাকা দিয়ে ভর্তি হয়েছেন কম নম্বর পাওয়া ছাত্ররা। এই অভিযোগ করে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। মামলার শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, যে প্যানেল থেকে ৭৬ জনকে ভর্তি করা হয়েছে, তা বাতিল। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম মেনে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির পুরো প্রক্তিয়া নতুন করে করতে হবে। ফের ৭৭ জনকে ভর্তি করতে হবে। কেপিসি মেডিক্যাল কলেজে শেষ ৫ বছরে ম্যানেজমেন্ট কোটায় কত জন ভর্তি হয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর তার বিস্তারিত তথ্য হলফনামা আকারে ৩ সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ, কেপিসি মেডিক্যাল কলেজের ভর্তির ক্ষেত্রে সর্বস্তরে ব্যাপক অনিয়ম হয়েছে। ইচ্ছেমতো ছাত্র ভর্তি করা হয়েছে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কোনও নিয়ম মানা হয়নি। কর্তৃপক্ষ শুধু কেক খায়নি, বেকারিও চুরি করে নিয়েছে! ম্যানেজমেন্ট কোটায় এখনও একজন ভর্তি হওয়া বাকি, তা নিয়ে দরদাম চলছে বলেই ধারণা। প্রতি বছর ম্যানেজমেন্ট কোটায় ৭৭ জন ছাত্র ভর্তি করা হয় যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে। ভর্তির শর্ত, অভিন্ন প্রবেশিকা ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) উত্তীর্ণ হওয়া। এ বছর ইতিমধ্যেই ৭৬ জন ওই কোটায় ভর্তি হয়ে গিয়েছেন। বাকি একজন। সেই ভর্তির প্যানেলই বাতিল করল কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ৩ সপ্তাহ পর।