কলকাতা: দক্ষিণ দমদম পুরসভা এলাকায় রামনবমীর অনুষ্ঠানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এনিয়ে গড়িমসির অভিযোগের প্রেক্ষিতে পুরসভাকে ভৎর্সনাও করেছেন বিচারপতি হরিশ টন্ডন। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যানকে তিনি নির্দেশ দেন, গত বছর রামনবমী পালনের জন্য যে শর্তে অনুমোদন দেওয়া হয়, সেই একই শর্তে মঙ্গলবারের মধ্যেই পুজোর অনুমোদন দিতে হবে। পুজো শুরুর আগে দমকল, বিদ্যুৎ সরবরাহ বিভাগ, পুলিশকেও প্রয়োজনীয় ছাড়পত্র দিতে হবে।
পুরসভার ভূমিকা নিয়ে বিচারপতি টন্ডন বলেন, আয়োজকরা পুরসভার কাছে আগেও আবেদন জানায়। কিন্তু, পুরসভা উদাসীন মনোভাব দেখায়। এতে পুরসভার অলস ভূমিকা প্রকট হয়েছে। পুরসভার আইনজীবীর উদ্দেশে বিচারপতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এলাকায় সব উৎসবের জন্য অনুমোদন নেওয়া হয়? চারিদিকে এত মঞ্চ বাঁধা হচ্ছে। সবার কাছে অনুমতি আছে তো? একটা পুজোর ক্ষেত্রে এই আচরণের মানে কী? আবেদনপত্র নিয়ে ঢিলেমি করার গ্রহণযোগ্য কারণ নেই।
দক্ষিণ দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু এই ঘটনা প্রসঙ্গে কিছু জানেন না বলে দাবি করলেও, কার্যত তৃণমূল পরিচালিত পুরসভার পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণ দমদমে কী হয়েছে বলা সম্ভব নয়। যদি পুরসভা মনে করে গন্ডগোলের আশঙ্কা আছে, তাহলে নাই দিতে পারে।
দক্ষিণ দমদমের রামনবমী উদযাপন সমিতির দাবি, তারা প্রতি বারই রামনবমী উপলক্ষ্যে পুজোর আয়োজন করে। কিন্তু, এবারই পুরসভা তাদের পুজোর অনুমতি দেয়নি। পুরসভার অনুমতি না মেলায় দমকল, বিদ্যুৎ সরবরাহ বিভাগ ও পুলিশের ছাড়পত্র মিলছিল না। এই প্রেক্ষিতে সোমবার তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। একদিনের মধ্যে আদালত থেকে সেই অনুমতি পেল তারা।