কলকাতা: ডেঙ্গি ইস্যুতে বিরোধীরা যখন পথে নেমে সুর চড়াচ্ছে, তখন এ বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।
রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা হয়। একটি মামলা করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস, একটি মামলা হয় বিজেপির লিগাল সেলের তরফে, আর একটি মামলা করেন জনৈক দেবশ্রী চক্রবর্তী। তিনটি মামলাতেই আর্জি জানানো হয়, ডেঙ্গি নিয়ে প্রকৃত তথ্য সামনে আনা হোক।
এই প্রেক্ষিতে শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয়, রাজ্য সরকারকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে, রাজ্যে ডেঙ্গিতে কতজনের মৃত্যু হয়েছে, কতজন আক্রান্ত এবং কীভাবে তাদের চিকিৎসা হচ্ছে। আগামী শুক্রবার এই মামলার শুনানি।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের রিপোর্ট তলব হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2017 08:32 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -