কলকাতা: শিল্প, সাহিত্য, সমাজসেবায় অনবদ্য অবদান। সেই অবদানের জন্য সাম্মানিক ডি-লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এনিয়ে প্রস্তাব দেন এক সদস্য। সেখানে পাস হওয়ার পর প্রস্তাব যায় সেনেটে। সেখানেও সর্বসম্মতিক্রমে গৃহীত হয় প্রস্তাব। সার্ধশতবর্ষ পেরোন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এবার একমাত্র ডি-লিট প্রাপক মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা ডি-লিট পাচ্ছেন। সাহিত্য, সমাজসেবার জন্য। উনি সম্মতি জানিয়েছেন। এবার ১০জন বিশিষ্ট শিক্ষককেও সম্মানিত করবে কলকাতা বিশ্ববিদ্যালয়। অবশ্য ডি-লিট প্রাপক হিসেবে সমাবর্তনে দীক্ষান্ত ভাষণ দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ১১ জানুয়ারি নজরুল মঞ্চে হবে সমাবর্তন। বাম আমলে জ্যোতি বসুকে ডক্টর অফ ল - সম্মান দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে ডি-লিট পাওয়ার ক্ষেত্রে বিরল সম্মানের অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ও মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি-লিট দেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি’লিট দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Oct 2017 05:41 PM (IST)