কলকাতা: গাড়ি দুর্ঘটনায় মডেল সনিকা সিংহ চৌহানের মৃত্যুতে ইতিমধ্যেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। এবার অভিনেতার বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হল সনিকার পরিবারের তরফে। বিক্রমের বেপরোয়া গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনায় সনিকার মৃত্যু হয়েছে বলে সোমবার অভিযোগ দায়ের করেন তাঁর মামা।
পুলিশ সূত্রে খবর, বিক্রমের বিরুদ্ধে যে সুয়োমোটো মামলা রুজু হয়েছিল, তার তদন্তভার দেওয়া হয়েছে লালবাজারের ট্রাফিক বিভাগের ফ্যাটাল স্কোয়াডকে।
সনিকার পরিবারের দায়ের করা অভিযোগের তদন্তভারও তুলে দেওয়া হবে সেই স্কোয়াডের ওপরই। পুলিশের দায়ের করা মামলায় গাফিলতির জেরে মৃত্যু, সম্পত্তির ক্ষতি এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।
সূত্রের খবর, সনিকার পরিবারের অভিযোগের ক্ষেত্রেও একই ধারা প্রযোজ্য করা হবে। অন্যদিকে, সোমবারও হাসপাতালে গিয়ে বিক্রমের সঙ্গে দেখা করেন তাঁর বন্ধু অভিনেতা অঙ্কুশ।
কিন্তু কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা?
সূত্র খুঁজতে রবিবারই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির পরীক্ষা করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। দুর্ঘটনার সময় বিক্রম মত্ত ছিলেন কিনা প্রশ্ন উঠেছে তা নিয়েও। অভিনেতা অঙ্কুশ জানান, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল কিনা তা এখন বলা সম্ভব নয়। ব্লাড টেস্ট করলে বোঝা যাবে।
শনিবার কাকভোরে লেক মল পার করে রাসবিহারীর দিকে যাওয়ার রাস্তায় হঠাৎই নিয়ন্ত্রণ হারায়বিক্রমের গাড়ি। রাস্তার বাঁদিকে ফুটপাথে থাকা, পতাকা লাগানোর স্তম্ভে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। মৃত্যু হয় মডেল সনিকা সিংহ চৌহানের। আহত হন অভিনেতা বিক্রম।
সেই ঘটনাতেই অভিনেতার বিরুদ্ধে এবার মামলা দায়ের করল মৃতের পরিবার।