কলকাতা: রঙ করে, যন্ত্রপাতি বদলে নতুনের মতো করে তোলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত গাড়ি। ১৯৪১ সালে কলকাতার এলগিন রোডের বাড়িতে গৃহবন্দি থাকার সময় ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য এই গাড়িটিই ব্যবহার করেছিলেন নেতাজি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে নেতাজির সেই ‘মহানিষ্ক্রমণ’।  এলগিন রোডের ‘নেতাজি ভবন’-এ দর্শকদের দেখার জন্য রাখা হয়েছে সেই গাড়িটি। নেতাজি রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে সেই গাড়ি সারানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

নেতাজি রিসার্চ ব্যুরোর সচিব কার্তিক চক্রবর্তী বলেছেন, ‘জার্মানির একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থাকে গাড়িটি সারানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সংস্থার কর্মীরা গাড়ি রঙ করা, যন্ত্রাংশ বদল করার কাজ শুরু করেছেন। আমরা চাই গাড়িটি অনেকদিন পর্যন্ত সচল থাকুক। ১০০ বা ২০০ মিটার দূরত্ব পর্যন্ত যদি গাড়িটি চালানোর মতো অবস্থায় থাকে, তাহলে ভাল হবে। কারণ, গাড়িটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।’

 

এই গাড়িতে চড়ে শিশির কুমার বসুর সঙ্গে কলকাতা থেকে গোমো পর্যন্ত গিয়েছিলেন নেতাজি। ১৯৭১ সালে শেষবার গাড়িটি চালিয়েছিলেন শিশিরবাবু। তারপর থেকে আর চালানো হয়নি গাড়িটি। ডিসেম্বরের মধ্যে গাড়িটি নতুনের মতো হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন কার্তিকবাবু।