কলকাতা: ভাগাড়ের মাংসকাণ্ডে অবশেষে ১ লিঙ্কম্যানকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখ সিকন্দর, তাকে গ্রেফতার করা হয়েছে গত রাতে, মধ্যমগ্রাম থেকে। ধৃত ব্যক্তি মধ্যমগ্রাম ও বিমানবন্দর এলাকার ভাগাড় থেকে মাংস সংগ্রহ করে, তা নারকেলডাঙার হিমঘর মালিক বিশ্বনাথ ঘোড়ুই ও কাঁকিনাড়ার হিমঘর মালিক শরাফত হোসেনকে সরবরাহ করত। ধৃতকে জেরা করে ভাগাড়কাণ্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে মনে করছে পুলিশ। এদিকে বিশ্বনাথ ঘোড়ুইকে জেরা করেও মিলেছে বেশ কিছু তথ্য। গতকালও এই মামলায় রাতভর তল্লাশি অভিযান চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কয়েকজনকে। জানা গিয়েছে, এজেন্টের মাধ্যমে চলত ব্যবসা। সেই এজেন্টদের খোঁজ চলছে। হদিশ মিলেছে আরও কয়েকটি গুদামের। অন্যদিকে, গতকাল নারকেলডাঙা থানার পুলিশ বিশ্বনাথ ঘোড়ুইয়ের এক সহযোগীকে আটক করে ডায়মন্ডহারবার পুলিশের হাতে তুলে দেয়। তাকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।