কলকাতা: ফল-ফুলের আড়ালে হিমঘরে মজুত ভাগাড়ের মাংস! ভাগাড়কাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে। সপ্তাহ তিনেক আগেই রাজাবাজারের একটি হিমঘর থেকে ২০ টন মাংস পচা মাংস উদ্ধার হয়।
আর এবার সেই হিমঘর থেকে মাত্র এক কিলোমিটার দূরে মানিকতলায় ক্যানাল ওয়েস্ট রোডে আরও একটি হিমঘরের সন্ধান পেলেন তদন্তকারীরা। সিআইডি ও মানিকতলা থানার যৌথ তল্লাশিতে হিমঘর থেকে উদ্ধার হয় প্রায় ৬ হাজার কেজি মাংস।
সিআইডি সূত্রে খবর, হিমঘরের ভিতরে ঢুকে তদন্তকারীরা দেখতে পান, সামনে একের পর এক ফলের ক্রেট সাজানো। পাশে রাখা ঝুড়ি ঝুড়ি ফুল। আর ঠিক পিছনেই রাখা মাংসে ঠাসা ফ্রিজার। কোথা থেকে আনা হত এই মাংস? এরপর হিমঘর থেকে তা কোথায় কোথায় সরবরাহ করা হত?জানতে হিমঘরের কয়েকজন কর্মীর বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। হিমঘর থেকে উদ্ধার মাংসের নমুনা পরীক্ষা করে দেখার জন্য এন্টালিতে রাজ্য সরকারের ল্যাবরেটারিতে পাঠানো হয়েছে।
এদিকে, আজ সকালে দক্ষিণ দমদম পুরসভায় নাগেরবাজারের নয়াপট্টি এলাকায় চিংড়ি মাছের হিমঘরে অভিযান চালান পুরকর্মীরা। অভিযোগ, এখানে মজুত করা মাছে রাসায়নিক দেওয়া হতো। হিমঘর থেকে রঙের প্যাকেট উদ্ধার হয়েছে। একইসঙ্গে রডকল এলাকায় একটি শপিং মলের চারতলায় এক রেস্তোরাঁয় হানা দেন পুরকর্মীরা। ফ্রিজার থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ পচা মাংস ও রান্না করা খাবার। দুটি জায়গা থেকেই নমুনা সংগ্রহ করেছে পুরসভা।
ভাগাড়কাণ্ড: রাজাবাজারের পর এবার মানিকতলায় হিমঘরের হদিশ, আটক ১, ৬ টন মাংস বাজেয়াপ্ত, নমুনা পাঠানো হল ল্যাবে
Web Desk, ABP Ananda
Updated at:
11 May 2018 03:17 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -