কলকাতা:  কলকাতা পুরসভার সদর দফতরের নাকের ডগায় নিউ মার্কেট এলাকায় প্রচুর পরিমাণ ভাগাড়ের মাংস বিক্রির হদিশ। পলাতক মাংস বিক্রেতা। সরবরাহ হওয়া ওই মাংস এলাকার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় বিক্রি হত।


ভাগাড়কাণ্ডে হিমঘর মালিক বিশ্বনাথ ঘোড়ুইকে নিয়ে গতকাল নিউ মার্কেট এলাকায় তল্লাশি চালায় পুলিশ। ইতিমধ্যেই বিশ্বনাথের ৯৪ লক্ষ টাকার জোড়া অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। নামে-বেনামে মিলেছে একাধিক অ্যাকাউন্টের হদিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ভাগাড়কাণ্ড সামনে আসার পর থেকেই ফেরার বিশ্বনাথের বেশ কয়েকজন আত্মীয়। তারাও কারবারে যুক্ত বলে সন্দেহ।

এদিকে গড়িয়ার সন্ধ্যা বাজারে মাংস বিক্রি ঘিরে আতঙ্ক। আটক মাংস বিক্রেতা। অভিযোগ, আজ সকালে এক ব্যক্তি কাটা মুরগির মাংস বস্তায় করে এনে বিক্রি করছিল। খবর পেয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় সেখানে যান। মাংস দেখে সন্দেহ হওয়ায়, সোনারপুর থানায় খবর দেওয়া হয়।

ওই মাংস বাজেয়াপ্ত করে সন্দেহভাজন মাংস বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।