কলকাতা: চিত্‍পুরে তাণ্ডব করল এক দল মোটরবাইক চালক। বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় স্থানীয় খগেন চ্যাটার্জি রোডের বাসিন্দাদের ওই যুবকরা মারধর করেছে বলে অভিযোগ। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

গতকাল রাত ৯টা নাগাদ ঘটেছে ওই ঘটনা। চিৎপুরের খগেন চ্যাটার্জি রোডের বাসিন্দারা পাশের এলাকার কয়েকজন যুবকের বেপরোয়া মোটর বাইক চালানোর প্রতিবাদ করেন। কিছুক্ষণ পর ওই যুবকরা দলবল নিয়ে এসে খগেন চ্যাটার্জি রোডের প্রতিবাদী বাসিন্দাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের মারধর করা হয়, ভেঙেচুরে নষ্ট করে দেওয়া হয় রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা বেশ কয়েকটি গাড়ি।

এই নিয়ে এলাকায় গোটা রাত তুমুল উত্তেজনা ছিল। আজ সকালেও থমথম করছে গোটা পাড়া। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকায় মোতায়েন করা হয়েছে চিত্‍পুর থানার পুলিশকে।

বেপরোয়া গাড়ি, মোটর বাইক চালানোর জেরে আহত হওয়ার ঘটনা এ শহরে কম নয়। এমনকী দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে গাড়ি চালানোর জেরে রাজ্যে প্রাণহানিও ঘটছে অবিরত। যেমন আলিপুরে গতকাল বেপরোয়া ট্রাকের ধাক্কায় ২ মোটর বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। গতকাল রাত ১২টা নাগাদ আলিপুরে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, প্রচণ্ড গতিতে এসে একটি ট্রাক ওই মোটর বাইকে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন ২ মোটর বাইক আরোহী। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

একইভাবে দিনকয়েক আগে পুরুলিয়ার ঝালদা থানার বানসা গ্রামে পিকনিকে যাওয়ার পথে, একইভাবে দুর্ঘটনায় পড়ে একটি যাত্রীবাহী গাড়ি। ২৯ ডিসেম্বর ভোর পাঁচটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পথের ধারের একটি বাড়িতে ঢুকে পড়ায় পিষে মারা যান গৃহকর্তা ও তাঁর স্ত্রী। গাড়ি চালক ঘুমিয়ে পড়ার ফলেই এই দুর্ঘটনা বলে খবর। গাড়ি চালককে গ্রেফতারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখান।