কলকাতা: গাড়ির সামনের অংশটি দুমড়ে-মুচড়ে গিয়েছে! চাকা বলতে আর কিছু নেই! ভেঙে গুঁড়িয়ে গিয়েছে রিম! গাড়ির পিছনের অংশেরও একই অবস্থা!
শনিবার কাকভোরে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি যে কতবড় দুর্ঘটনার কবলে পড়েছিল, এই গাড়ির ছবি দেখলেন তা স্পষ্ট। দুর্ঘটনায় বরাত জোরে বেঁচে গিয়েছেন বিক্রম। তবে মৃত্যু হয়েছে বিক্রমের পাশের সিটে বসে থাকা মডেল তথা অভিনেত্রী সনিকা সিংহ চৌহানের।
কিন্তু কীভাবে ঘটল এত ভয়াবহ দুর্ঘটনা? বেপরোয়া গতি? না গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই রবিবার দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করে দেখেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্রম নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পাশের সিটে বসেছিলেন সনিকা সিংহ চৌহান।
শনিবার কাকভোরে লেক মল পার করে রাসবিহারী মোড়ের দিকে যাচ্ছিল গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার বাঁদিকে ফুটপাথে থাকা, পতাকা লাগানোর জন্য তৈরি একটি স্তম্ভে গিয়ে সোজা ধাক্কা মারে। গাড়ির পিছনের অংশটি ঢুকে যায় ফুটপাথের দোকানে। উল্টে যায় গাড়িটি।
ইতিমধ্যে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যু, সম্পত্তির ক্ষতি এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, বিক্রমের গাড়িটি কমপক্ষে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে যাচ্ছিল। এই বেপরোয়া গতির জেরেই কি মর্মান্তিক দুর্ঘটনা? আপাতত ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
অভিনেতা বিক্রমের বিরুদ্ধে মামলা রুজু, দুর্ঘটনার কারণ জানতে চলছে ফরেন্সিক পরীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2017 07:45 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -