এসএসকেএম-এ ওয়ার্ডে ঢুকে বিড়ালের কামড় রোগীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Apr 2016 10:57 AM (IST)
কলকাতা: ওয়ার্ডে ঢুকে রোগীর পায়ে কামড় বসাল বিড়াল! তড়িঘড়ি জলাতঙ্ক-প্রতিরোধী (anti rabies) ভ্যাকসিন দেওয়া হল রোগীকে। আজ সকালে এই ঘটনা ঘটেছে রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ। হাসপাতাল সূত্রে খবর, চেন্নাইয়ের বাসিন্দা জি বেণুগোপাল ভর্তি ছিলেন হাসপাতালের ম্যাকেঞ্জি ওয়ার্ডে। আজ সকালে তাঁর বাঁ পায়ে কামড়ে দেয় একটি বিড়াল। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওয়ার্ডে। আতঙ্কিত হয়ে পড়েন অন্য রোগীরা। ওয়ার্ডে ঢুকে কীভাবে রোগীকে কামড়াল বিড়াল? কর্তৃপক্ষের বক্তব্য, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।