কলকাতা: গরুপাচারকাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার।৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার বিএসএফ অফিসার।একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন বিএসএফ অফিসার,তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার বলে সিবিআই সূত্রে খবর। এদিন নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
গরুপাচারকাণ্ডে প্রথম কাউকে গ্রেফতার করল সিবিআই।আগেই সতীশ কুমারের সল্টলেকের বাড়িতে তল্লাশি হয়।গরুপাচারকাণ্ডে এনামুল হকের সঙ্গে যোগসাজশের অভিযোগ তাঁর বিরুদ্ধে। সিবিআইয়ের এফআইআরে প্রথম নাম সতীশ কুমারের। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালে মুর্শিদাবাদে নিযুক্ত থাকার সময় গরু পাচারকারীদের সঙ্গে আঁতাত ছিল। অভিযুক্তর বিভিন্ন রাজ্যে হিসাব-বহির্ভূত সম্পত্তি রয়েছে বলে সূত্রের খবর।
গরুপাচারকাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Nov 2020 06:57 PM (IST)
একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন বিএসএফ অফিসার,তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার বলে সিবিআই সূত্রে খবর।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -