কলকাতা: গরুপাচারকাণ্ডে ব্যবসায়ী এনামুল হক ও বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা সিবিআইয়ের।


এদিন বেলেঘাটা আইডি হাসপাতালে এনামুলের করোনা পরীক্ষা করা হয়। সিবিআই সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ায় ১৪ দিন আইসোলেশনে থাকার পর, এনামুলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।


হাজিরা এড়াতে এনামুল দাবি করে সে এখনও সুস্থ নয়। তাই বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হোক। এনামুলের আবেদন খারিজ করে এদিনই নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।


সিবিআই সূত্রে খবর, বিএসএফ কর্তা সতীশ কুমারের মুখোমুখি এনামুলকে বসিয়ে জেরা করলে উঠে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য।