ধরা পড়ল ক্যামেরায়: গাছে উঠে বাঁদর ধরতে গিয়ে নাকাল বাঘ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jun 2016 06:59 AM (IST)
নয়াদিল্লি: গাছের ডালে উঠে বাঁদর শিকার করতে গিয়ে নাকাল বাঘ। এমনই একটি অবিশ্বাস্য ভিডিও ফুটেজ শেয়ার করল ডব্লুডব্লু বিগ ক্যাটস। ভিডিওতে দেখা যাচ্ছে, একটা বাঘ ধীরে ধীরে গাছে উঠে একটি বাঁদর শিকার করার চেষ্টা করছে।ওই বাঁদরের কোলে তার বাচ্চাও রয়েছে। বাঘের উদ্দেশ্য বুঝতে পেরেও কোনওরকম তাড়াহুড়ো না করে বাচ্চাদের নিরাপদ রাখার চেষ্টা করল বাঁদরটি। গাছের ডালের আড়ালে সরে গিয়ে বাঘের থাবা এড়াল সে। শেষপর্যন্ত নাকাল হয়ে গাছ থেকে ধপাস করে মাটিতে পড়ে গেল বাঘ। কোন জঙ্গল থেকে ছবিটি তোলা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।