বেআইনি অর্থলগ্নি সংস্থা কলকাতা ওয়্যারের একাধিক দফতরে সিবিআই হানা, বাজার থেকে কয়েকশো কোটি তোলার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Dec 2017 01:13 PM (IST)
কলকাতা: বেআইনি অর্থলগ্নি সংস্থা কলকাতা ওয়্যারের ডিরেক্টরের আবাসন এবং একাধিক দফতরে সিবিআইয়ের হানা। কলকাতা এবং ঝাড়খণ্ডের মোট ১২টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৫০ থেকে ৬০ জন সদস্য। সিবিআই সূত্রে খবর, এ রাজ্যের রাসবিহারী, ডায়মন্ড হারবার, ক্যানিং, বারাসত-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বেআইনিভাবে বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে কলকাতা ওয়্যারের বিরুদ্ধে।