নারদকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইয়ের
ABP Ananda, web desk | 17 Apr 2017 05:54 PM (IST)
কলকাতা: নারদ স্টিং অপারেশন মামলায় এফআইআর দায়ের করল সিবিআই।১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরে নাম রয়েছে মদন মিত্র, মুকুল রায়, সৌগত রায়,কাকলি ঘোষ দস্তিদার, ইকবাল আহমেদ,শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম,সুলতান আহমেদ, সুব্রত মুখোপাধ্যায়,অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়,শুভেন্দু অধিকারী ও পুলিশ কর্তা এস এম এইচ মির্জার নাম। তিনটি ধারায় এফআইআর দায়ের হয়েছে।ষড়যন্ত্র, দুর্নীতি দমন আইনের ৭ ও ১৩ নম্বর ধারায় এফআইআর। প্রয়োজনে ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে অভিযুক্তদের মুখোমুখি জেরা করা হবে বলে সিবিআই সূত্রে খবর। তৈরি করা হচ্ছে বিশেষ তদন্তকারী দল। সিবিআই সূত্রে খবর, বিশেষ তদন্তকারী দলে থাকবে দিল্লির অফিসাররাও। উল্লেখ্য, ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে নারদের ভিডিও স্টিং প্রকাশ্যে এসেছিল। ফুটেজে বেশ কয়েকজন তৃণমূল নেতা ও পুলিশের এক পদস্থ আধিকারিককে টাকা নিতে দেখা গিয়েছিল। এই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। হাইকোর্ট আর্জি মঞ্জুর করে।হাই কোর্ট প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য একমাসের সময় বেঁধে দিয়েছিল।সোমবার সেই সময়সীমা শেষ হতেই নারদকাণ্ডে এফআইআর দায়ের করল সিবিআই।