কলকাতা: রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দিনেই বিধাননগর আদালতে তিন বছরের পুরনো সারদা মিডিয়ার মামলায় চার্জশিট জমা দিল সিবিআই। সেই চার্জশিটে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের নাম থাকলেও চাঞ্চল্যকরভাবে কুনাল ঘোষের নাম নেই। ২০১৩ সালে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় দায়ের হওয়া সারদা মিডিয়া সংক্রান্ত ১০২ নম্বর মামলার চার্জশিট মঙ্গলবার সিবিআই জমা দেয় আদালতে। তাতে সারদা কর্ণধার সুদীপ্ত সেন ও ছায়াসঙ্গী দেবযানীর নাম থাকলেও নেই কুনাল ঘোষের নাম। তবে অভিযোগ থেকে কুনাল ঘোষকে অব্যাহতি দেওয়া হচ্ছে বলেও চার্জশিটে কোনও উল্লেখ রাখেনি সিবিআই। চার্জশিট জমা দিলেও তদন্ত জারি থাকবে, তেমনই আদালতে জানিয়েছে সিবিআই। চার্জশিটে সিবিআই সুদীপ্ত-দেবযানীর বিরুদ্ধে ৪২০ ধারায় প্রতারণা, ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গতা এবং ৪০৯ ধারায় আর্থিক জালিয়াতিতে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।