ট্রেন্ডিং

বিলাসবহুল জীবনযাত্রা, ঘনঘন পাকিস্তান ভ্রমণ, জ্যোতির পিছনে টাকা ঢালত কে? কেন সে ভরসার পাত্রী?

ব্লগার, সিকিউরিটি গার্ড, ব্যবসায়ী, পড়ুয়া- পাকিস্তানের হয়ে ভারতে বসে 'স্পাই'য়ের কাজ করছিল এরা!

'কুমিরের কান্না', কর্নেল কুরেশিকে নিয়ে কুকথায় ক্ষমাপ্রার্থনা মধ্যপ্রদেশের মন্ত্রীর; গ্রহণ করল না সুপ্রিম কোর্ট; SIT গঠন

ভারতে নিষেধাজ্ঞা সত্ত্বেও স্যাটেলাইট ফোন রেখেছিলেন, আমেরিকার চিকিৎসককে বিমানে উঠতে বাধা পুদুচেরি বিমানবন্দরে

ফোনে কথা বলার সময়ই পড়ল বাজ! কানে মোবাইল অবস্থাতেই মর্মান্তিক মৃত্যু
ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে স্বর্ণ মন্দিরে হামলার চেষ্টা করছিল পাকিস্তান, বড় তথ্য সামনে
সারদায় রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়, 'কোনও জবরদস্তি নয়', ধারা প্রত্যাহার চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই
সারদা ও রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারির তদন্তের ব্যাপারে সিবিআইয়ের সঙ্গে সংঘাতের জেরে বিতর্কে নাম জড়িয়েছে প্রাক্তন পুলিশ কমিশনারের। তিনি ওই পদে থাকাকালে গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই দুই মামলা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর কলকাতার বাসভবনে গিয়ে ঢুকতে গিয়ে বাধা পান সিবিআই অফিসাররা।
Continues below advertisement

কলকাতা: সারদা কেলেঙ্কারি মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় বলে তাঁর বিরুদ্ধে ‘কোনও দমনমূলক ব্যবস্থা না নেওয়া’র শর্তটি প্রত্যাহারের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। এ ব্যাপারে কেন্দ্রীয় শীর্ষ তদন্ত সংস্থার এক অফিসার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, এই মামলার খুঁটিনাটি ব্যাপার বিস্তারিত জানার ক্ষেত্রে জোরজবরদস্তি করা চলবে না, এই ধারা না রেখে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে পারলে ভাল হয়। রাজীব কুমারের বিরুদ্ধে কোনও পীড়নমূলক ব্যবস্থা নয়, এই শর্তের অপসারণ চাইতে সুপ্রিম কোর্টে যাব আমরা। বাড়তি সুরক্ষার ব্যবস্থা থাকলে অনেক সময়ই তথ্য জানাতে চান না অনেকে।
সারদা ও রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারির তদন্তের ব্যাপারে সিবিআইয়ের সঙ্গে সংঘাতের জেরে বিতর্কে নাম জড়িয়েছে প্রাক্তন পুলিশ কমিশনারের। তিনি ওই পদে থাকাকালে গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই দুই মামলা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর কলকাতার বাসভবনে গিয়ে ঢুকতে গিয়ে বাধা পান সিবিআই অফিসাররা। কলকাতা পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, খন্ডযুদ্ধ হয় তাঁদের। সিবিআই অভিযানের নিন্দা করে রাজীব কুমারের পাশে দাঁড়িয়ে শহরে সেদিনই রাজপথে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সাংবিধানিক নিয়মবিধির ওপর আক্রমণ’ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ৫ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে নির্দেশ দেয়, যদিও একইসঙ্গে জানায়, জেরা পর্বে তাঁর বিরুদ্ধে কোনওরকম দমনমূলক ব্যবস্থা নেওয়া, জোরজবরদস্তি করা থেকে বিরত থাকতে হবে সিবিআইকে। সেই নির্দেশ মেনে ৯ ফেব্রুয়ারি থেকে কয়েকদিন শিলঙে সিবিআই অফিসে জেরা করা হয় তাঁকে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে