নয়াদিল্লি: তাঁর ওপর অতীতে হামলা হয়েছে। ফের হামলার আশঙ্কা রয়েছে। তাই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাদর পেলেন বিজেপি নেত্রী তথা রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।


শুক্রবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক পদস্থ আধিকারিক জানান, অতীত ও বর্তমান পরিস্থিতি ও গোয়েন্দা রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যোগ করেন, ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীরা রূপার নিরাপত্তায় মোতায়েন হয়ে গিয়েছেন।


জানা গিয়েছে, রূপা গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা-চাদর পেলেন। এর আওতায় জনা ছয়েক কম্যান্ডো তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এর মধ্যে ২-৩ জন সর্বক্ষণ নেত্রীর ছায়াসঙ্গী হবেন। রূপা রাজ্যের যে কোনও প্রান্তেই যান না কেন, নিরাপত্তারক্ষীরা তাঁর সঙ্গে থাকবেন।


রূপার পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেলকেও একইভাবে ভিআইপি নিরাপত্তার আওতায় আনা হয়েছে। তবে মন্ত্রী হওয়ার দরুন তিনি ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা-বেষ্টনী পেলেন। স্বরাষ্ট্রমন্ত্রকের ওই আধিকারিক জানান, রূপার মতোই অনুপ্রিয়ার ওপরও হামলার আশঙ্কা রয়েছে।


ওই আধিকারিক জানান, গোটা নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআরপিএফ। এই আধাসামরিক বাহিনী দীর্ঘদিন ধরেই ভিআইপি-দের নিরাপত্তা প্রদান করে আসছে। এর জন্য বাহিনীতে বিশেষ ভিআইপি নিরাপত্তা ইউনিট রয়েছে। এই ইউনিটের কম্যান্ডোদের কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও গ্যাজেট রয়েছে।