কলকাতা: সাধারণ মানুষের সুবিধার্থে জিএসটি অ্যাপ চালু করল কেন্দ্র। অ্যাপের মাধ্যমে যখন খুশি জানা যাবে, বিভিন্ন পণ্য থেকে পরিষেবার উপর জিএসটির হার। পণ্য হোক বা পরিষেবা, যে কোনও কিছুর জন্যই কত জিএসটি ধার্য, তা এবার থেকে মোবাইল অ্যাপেই চটজলদি দেখে নেওয়ার জন্য চালু হল ‘জিএসটি রেট ইসি’ অ্যাপ।
বুধবার কলকাতার জিএসটি ভবনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটি চালু করলেন প্রিন্সিপাল চিফ কমিশনার, জিএসটি বিজয় কুমার। আজ থেকেই অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর থেকে এই নয়া অ্যাপটি রাজ্যবাসী ডাউনলোড করতে পারবেন। হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই সব রকমের পণ্য ও পরিষেবার তালিকা, করের হার, প্রাসঙ্গিক বিজ্ঞপ্তির তালিকা-সহ জিএসটি সংক্রান্ত সব তথ্যই রয়েছে এই অ্যাপে। জিএসটি কর্তাদের আশা, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা, যাদের পরিকাঠামো কম, তাঁরা এই অ্যাপ থেকে উপকৃত হবেন।
শুধু ব্যবসায়ীরাই নন, সাধারণ মানুষও রেস্তোঁরায় খেতে গিয়ে বা হোটেলের রুম ভাড়া অনুযায়ী জিএসটি বাবদ সঠিক টাকা নেওয়া হচ্ছে কি না, তা জেনে নিতে পারবে অ্যাপে ক্লিক করে। কারণ, এই অ্যাপে প্রত্যেক পণ্যের এবং পরিষেবার ভাগগুলি করা আছে।
এপ্রসঙ্গে, জিএসটি কমিশনার (সাউথ)পার্থ রায়চৌধুরী বলেন, শুধুই বিক্রেতা নন, ক্রেতারাও লাভবান হবেন। যেকোনও পরিষেবা পাওয়ার বিনিময়ে তাঁর কাছ থেকে জিএসটি ঠিক নেওয়া হচ্ছে কি না, বা কোনও পণ্য কিনলে তার উপর সরকার নির্ধারিত জিএসটি কত? সবই জানতে পারবেন সাধারণ রাজ্যবাসী।
একটি বেসরকারি সংস্থার প্রযুক্তি বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে জিএসটি আধিকারিকদের তৈরি এই অ্যাপ অনলাইন ও অফলাইন দুভাবেই ব্যবহার করা যাবে।