কলকাতা: এবার সর্দার বল্লভভাই পটেলের জন্মদিবস পালন নিয়েও কেন্দ্রের সঙ্গে নয়া সংঘাতে জড়াল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশকে উদ্ধৃত করে ইউজিসি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউজিসি। বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবর, মঙ্গলবার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পটেলের জন্মদিবস পালন করতে হবে। গ্রাম শহরের পড়ুয়াদের সংহতি দৌড়ে অংশ নিতে হবে। ঐক্যকে থিম করে নাটক ও গান করতে হবে। আজকের ভারতে পটেলের গুরুত্ব নিয়ে লিখতে হবে রচনা। পাশাপাশি, স্বাধীনতা সংগ্রামীদের সম্বর্ধনার ব্যবস্থা করতে হবে। এখানেই শেষ নয়, অনুষ্ঠানের ছবি তুলে ই-মেল করতে হবে। কেন্দ্রের এই আচরণে ক্ষুব্ধ রাজ্য। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়ে কোনও সম্মান জানানো যায় না। ছবি তুলে পাঠানোর কথা মানতেও চায় না রাজ্য।


প্রসঙ্গত, ৩০ তারিখ স্কুলে স্কুলে ভগিনী নিবেদিতার জন্মের সার্ধ শতবর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই প্রেক্ষিতে সরকারি তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বল্লভভাই পলেটের জন্মদিন সরকার নিজের মতো করে পালন করবে। তার জন্য কেন্দ্রের নির্দেশ দরকার নেই।

কেন্দ্র-রাজ্য এই সংঘাত অবশ্য প্রথম নয়। শিক্ষক দিবস পালন থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শোনানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সম্প্রচার নিয়েও অতীতে কেন্দ্রের সঙ্গে সংঘাতে গিয়েছে রাজ্য। এবার স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী বল্লভভাই পটেলের জন্মদিন পালন নিয়েও সংঘাত।