কলকাতা: ক্ষমতায় আসার পরই ই-গভর্নেন্স-এ জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ব্যবস্থাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে ই-গভর্নেন্স নিয়ে আস্ত একটি দফতর তৈরি করলেন মুখ্যমন্ত্রী। দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি, কারামন্ত্রী হলেন উজ্জ্বল বিশ্বাস।
সোমবার রাজভবনে ২ মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকে।
এতদিন ই-গভর্নেন্সের কাজকর্ম দেখতেন মুখ্যমন্ত্রী নিজে। কাঁথি দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, চন্দ্রিমাকে মন্ত্রী করা হবে। সেই মতোই এদিন তাঁকে জোড়া দফতরের দায়িত্ব দেওয়া হয়। ই-গভর্নেন্সের পাশাপাশি স্বাস্থ্য দফতরের প্রতমন্ত্রীর দায়িত্বও সামলাবেন চন্দ্রিমা।
রাজ্যের কারামন্ত্রী ছিলেন অবনী জোয়ারদার। এদিন সেই দফতর উজ্জ্বল বিশ্বাসের হাতে যাওয়ায় আপাতত দফতরহীন হয়ে রইলেন অবনী।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ অবনী জোয়ারদার। এই প্রেক্ষিতে মন্ত্রিসভায় ফের ছোটখাটো রদবদলের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লি থেকে ফেরার পর ওই রদবদল করতে পারেন তিনি। চন্দ্রিমা ও উজ্জ্বলকে নিয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৪৪।
বার বার ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী। মমতার দাবি, সরকারি নানা কাজে তাঁরা এই ব্যবস্থা শূরু করেছেন অনেক আগেই। এবার ই-গভর্নেন্স নিয়ে পূর্ণাঙ্গ দফতর তৈরি করে কেন্দ্রকে পাল্টা বার্তা দিলেন মমতা? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের।
মন্ত্রিসভায় ফিরলেন চন্দ্রিমা ই-গভর্ন্যান্স, স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়ে, উজ্জ্বল পেলেন কারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2017 01:09 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -