কলকাতা: দোলের ভোরে ধুন্ধুমার সল্টলেকের পানশালায়! ধস্তাধস্তি থেকে তুমুল হাতাহাতি।
রবিবার তখন ভোর সাড়ে ৪টে। পুলিশ সূত্রে খবর, মূলত এক তরুণীকে নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। রবিবার ভোর সাড়ে চারটের সময়ও গমগম করছিল সেক্টর ফাইভের এই পানশালা। হঠাৎই বচসায় জড়িয়ে পড়ে দু’দল যুবক।
বচসা গড়ায় লাথি, ঘুষিতে। পানশালা তখন কুরুক্ষেত্র-- হাতের সামনে যে যা পাচ্ছে তা নিয়েই চলছে আক্রমণ। কেউ প্লেট ছুড়ে মারেন সোজা মাথায়। গুরুতর জখম হন মহম্মদ সানি খান নামে এক যুবক। একবালপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে খবর, গণ্ডগোলে জড়ানো দুই দলেরই আগে থেকে এই পানশালায় যাতায়াত ছিল। তাদের মধ্যে একদল যুবক পার্ক সার্কাসের বাসিন্দা। ভোরের দিকে এক তরুণীকে ঘিরে শুরু হয় বচসা। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, দুই দল যুবকের মধ্যে টাকাপয়সা নিয়ে বিবাদ ছিলই। এ দিন তরুণীকে নিয়ে গণ্ডগোল, আগুনে ঘি ঢালে।
দেখুন সেই হামলার ভিডিও:
এত কিছুর পরেও পানশালার কর্মীরা মুখ খুলতে নারাজ। এই ঘটনায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়। সোমবার বারটি সিল করে দেয় পুলিশ। মারধর, হুমকি-সহ একাধিক ধারায় মামলাও রুজু হয়েছে। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় দু’দল। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
দুদলের সংঘর্ষে রণক্ষেত্র সল্টলেকের পানশালা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2017 06:48 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -