কলকাতার একাধিক রেস্তোরাঁ-ডান্সবারের কর্ণধার গুরসিমরনের আরও কুকীর্তি ফাঁস, ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Sep 2017 01:22 PM (IST)
কলকাতা: কলকাতার একাধিক নামী রেস্তোরাঁ ও ডান্সবারের কর্ণধার গুরসিমরন সিংহের আরও কুকীর্তি প্রকাশ্যে।সিআইডি সূত্রে দাবি, শুধু বাঁকুড়াই নয়, বিভিন্ন জেলায় প্রতারণা চক্রের জাল ছড়িয়েছিল জগজিত-পুত্র গুরসিমরন। এই সূত্রেই ধৃতের বিরুদ্ধে আরও ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ সামনে এসেছে বলে গোয়েন্দা সূত্রে দাবি। সম্প্রতি, গুরসিমরনের বিরুদ্ধে সিআইডিতে অভিযোগ জানান মন্ত্রী অরূপ রায়। সিআইডি সূত্রে দাবি, গুরসিমরনের পানশালা, ডান্সবার ও রেস্তোরাঁয় তল্লাশি চালাবেন গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হবে সব সম্পত্তি। এমনকী, সূত্রের দাবি, বাবা জগজিত সিংহের মুখোমুখি বসিয়ে ছেলেকে জেরা করার পরিকল্পনাও রয়েছে সিআইডির। আজ গুরসিমরনকে ট্রানজিট রিমান্ডে নিতে দিল্লির আদালতে পেশ করা হবে।