Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভ্যানিশিং কালির কলমে চেকে সই, ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার তিন
ABP Ananda, web desk
Updated at:
25 Jan 2017 12:01 PM (IST)
কলকাতা: ঋণ পাইয়ে দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগ। গ্রেফতার তিন প্রতারক।অভিযোগ, কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় নাম ভাঁড়িয়ে প্রতারণা কারবার চালাত এই তিনজন। ঋণগ্রহীতার কাছ থেকে নেওয়া হত দুটি চেক। বলা হত, ঋণ পেতে গেলে অ্যাকাউন্টে অন্তত ৫০ হাজার বা একলক্ষ টাকা রাখতে হবে। এরপর চেকে সই করার সময় গ্রাহককে এগিয়ে দিত নিজেদের কলম। সেই কলমে থাকত ভ্যানিশিং কালি। সেই কালি উঠে যেতেই চেক ভাঙিয়ে প্রতারণা। এই কায়দায় তিন অভিযুক্ত কয়েকলক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। ধৃত বিনয় জয়সবাল ওরফে অঙ্কিত শর্মা ও ধীরজ গুপ্ত ওরফে মোনো উল্টোডাঙার বাসিন্দা। আরেক ধৃত সাদাব আনোয়ার ওরফে অবিনাশ কুমার ওরফে আরমানের বাড়ি চিত্পুর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রামাণ্য নথি।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -